০২ জানুয়ারি ২০২০, ০৯:১৭

বাসের ধাক্কায় মধ্যরাতে প্রাণ গেল তিনজনের

  © সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে মারা যান। 

নিহতরা হলেন, চট্টগ্রামের আতুরারদীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহরের মাসুদ কিবরিয়া (৪০) এবং চট্টগ্রাম পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারান।

অপর দু’জনকে প্রথমে রামু হাসপাতালে এবং পরে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাসের চালক পলাতক রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল মালেক বলেন, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়। প্রাইভেটকারের ছাদ কেটে ভেতর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শ্যামলী পরিবহনের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের পুলিশ বক্সে কর্তব্যরত কনস্টেবল নুর উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহতাবস্থায় জামাল উদ্দিনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।