১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৫

মদ্যপানে মাতলামির অভিযোগে চার ছাত্র আটক!

  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চার ছাত্রকে মদ্যপানে মাতলামির অভিযোগে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ বোতল মদ উদ্ধার করা হয়। আটক শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের রতন রায়, যুবায়দুল ইসলাম, রাশা শাহরিয়ার ও রাকিব হাসান।

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা-পুলিশ শহরের ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে তাদের আটক করে।

শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, আটক শিক্ষর্থীদের কাছে ২০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা এখন জেল হাজতে আছেন।

শাবি প্রক্টর প্রফেসর জহীর উদ্দিন আহমদ জানান, বিশ্ববিদ্যালয়ের বাইরে এমন একটি বিষয় জানতে পেরেছি। পুলিশ বিষয়টি আইনিভাবে দেখবে।