পাল্লা দিচ্ছিল দুই সিএনজি অটো, প্রাণ গেল স্কুলছাত্রের
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই সিএনজি অটোর রিকশার মাঝে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্র উপজেলার সিংহেরচালা গ্রামের শহিদুল ইসলামের ৮ বছরের ছেলে সাগর। সিংহেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
জানা গেছে, প্রতিদিনের মতো আজ রোববারও সহপাঠীদের সঙ্গে স্কুলে যায় সাগর। কিন্তু জীবিত বাড়ি ফেরেনি সে। দুই সিএনজি অটোর পাল্লাপাল্লিতে একটি নিচে চাপা পড়ে প্রাণ গেছে তার।
সিংহেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সাইদ ও পুলিশ জানায়, ছুটি হলে সহপাঠীদর সঙ্গে বাড়ি ফিরছিলো সাগর। এ সময় দুটি সিএনজি পাল্লা দিয়ে গারোবাজার যাচ্ছিলো।
একপর্যায়ে সামনের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোকে সাইড দিতে গিয়ে একটি সিএনজি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। সেটি দুমড়ে-মুচড়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া স্কুলছাত্র সাগরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঘাটাইল-গারোবাজার সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান একাব্বর হোসেন ও পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল হক বলেন, ‘দুই সিএনজি চালক পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সাগরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিচালক আলম মিয়া (২৫) আহত হয়েছেন। তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’ অপর চালক সিএনজিসহ পালিয়ে গেছে বলেও জানান তিনি।