২৩ নভেম্বর ২০১৯, ১৩:৪৬

আবরার হত্যার এতদিন পর শেরে বাংলা হলের চিত্র

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে আবরার ফাহাদ খুনের ঘটনার এক মাস ১৯ দিন হলো আজ শনিবার (২৩ নভেম্বর)।

পরিবারের কান্না এখনো থামেনি। ছেলে হারানোর কষ্টে মায়ের চোখের পানিতে যেন এখনো বিছানার বালিশ ভাসিয়ে তুলে। বাবা বরকত উল্লাহ ও ছোট ভাই আবরার ফাইয়াজ শোকে কাতর। স্মৃতিকে বুকে আগলে নিয়ে দিনের পর দিন পার করছেন নিহত ফাহাদের পরিবার সেই সঙ্গে দেশের মানুষও ভুলে যায়নি এই কঠিন হত্যাকান্ড।

প্রসঙ্গত, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে ওই হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। সেই হলে বর্তমান অবস্থা দেখুন এই ভিডিওতে।