হবিগঞ্জে অভিযান চালিয়ে পেঁয়াজের গুদাম সিলগালা
হবিগঞ্জে অভিযান চালিয়ে দুইটি পেঁয়াজের গুদাম সিলগালা করে ভ্রাম্যমান আদালত। এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকার বেশি দামে বিক্রি করলেই জরিমানা করা হবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশে ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত ফাতিমা শশী এ সিদ্ধান্তের জানিয়ে দেন।
পড়ুন: পেঁয়াজ ২৮০ টাকা, এই হচ্ছে দিন বদলের সনদ: নুরুল হক
এর আগে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় অতিরিক্ত পেঁয়াজ মজুদ রাখায় দুই ব্যবসায়ীর গুদাম সিলগালা করে দেন।
বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার অনুরোধ জানিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ী নেতৃবৃন্দকে বলেন, কোনো অবস্থায় ৫৫ টাকার বেশি দরে পেঁয়াজ বিক্রি করা যাবে না। প্রতিটি দোকানে পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে। কোনো ভোক্তার সঙ্গে প্রতারণা করা যাবে না। তিনি বলেন, পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন: আমি নিজেই মায়ের বিয়ে দিয়েছি: নুহাশ
তবে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত কার্যকরের জন্য একদিনের সময় নেন প্রশাসনের কাছ থেকে। তারা বলেন, বেশি দামে পেঁয়াজ ক্রয় করা আছে। এ পেঁয়াজ বিক্রি শেষ হলেই সরকারের বেঁধে দেয়া মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে।
উপজেলা ভূমি অফিসের এ সিদ্ধান্ত জানোনোর সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল সালাম তালুকদার, সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, ক্যাব চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান তাহের, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আজগর আলীসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পড়ুন: জন্ম থেকেই হাত-পা নেই, মুখে ভর করে লিখে পিইসি পরীক্ষা
এর আগে চুনারুঘাট বাজারে অভিযান চালান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নূসরাত ফাতিমা শশী। অভিযানকালে পেঁয়াজ ক্রয়ের রশিদ না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় স্বপন স্টোর নামক এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন তিনি।
অভিযানকালে অবৈধভাবে বিপুল পরিমান পেঁয়াজ মজুদ রাখায় স্বপন এবং সোহেলের গুদাম সিলগালা করা হয়।
আরো পড়ুন:
আল্লাহ আমাকে মাফ করে দিও- বলে কালেমা পড়ে আবরার
তিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ইয়ামিনের চোখে শুধুই দুঃস্বপ্ন
তেলচিত্রে শাখারি বাজার, বর্ষসেরা ঢাবি ছাত্রের ছবি