বশেমুরবিপ্রবিতে প্রশ্নফাঁস চক্রের ১০ জন আটক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের একটি চক্রকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেল ৩ টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার পূর্বে এই সিন্ডিকেটের ৫ সদস্যসহ ১০জনকে আটক করা হয়েছে।
পূর্ব তথ্য অনুসারে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়। পরীক্ষার দুই ঘন্টা আগে প্রশ্নের সমাধান দেওয়ার খবরে অভিযান চালালে বিজয় দিবস হলের ৫১২ নং রুম থেকে ৫ জন পরীক্ষার্থীসহ হাতেনাতে সিন্ডিকেটের ৩ সদস্য আটক হয়। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী আরো দুজনকে আটক করা হয়।
আটককৃত সিন্ডিকেটের ৫ সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন- সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের রণি খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নেয়ামুল, ম্যানেজমেন্ট বিভাগের নয়ন এবং আইন বিভাগের অমিত গাইন এবং মানিক মজুমদার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে।
পড়ুন: গোরক্ষার নামে নির্বিচারে মুসলিম হত্যা বাড়বে!
পড়ুন: অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে বিচারপতির মুসলিম বিদ্বেষী রায়