সহপাঠীকে উত্যক্তের প্রতিবাদ করায় কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৮:২৭ AM , আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ০৮:২৭ AM
সহপাঠীকে উত্যক্তের প্রতিবাদ করায় আরিফুল ইসলাম (২২) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানী হাজারীবাগের রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের ছেলে তিনি। ঢাকার লালবাগের পাশে পরিবারের সঙ্গে থাকতেন আরিফুল।
নিহত ওই তরুণের সহপাঠী সানজিদা আকতার বলেন, ‘রায়েরবাজার সড়কের ঢালে আমরা দাঁড়িয়ে দুজন কথাবার্তা বলছিলাম। এ সময় দুই থেকে তিনজন যুবক আমাদের উদ্দেশে খারাপ মন্তব্য করেন। এতে আরিফুল প্রতিবাদ করতে গেলে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে আরিফুল একজনকে চড় মারে। কিছুক্ষণ পর একসঙ্গে ১০ থেকে ১২ জন যুবক এসে তাকে এলোপাতাড়ি মারধর করে ও বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।’
এ ঘটনার খবর পেয়ে নিহত আরিফুলের বাবা শহিদুল ইসলাম হাসপাতালে এসে ছেলের লাশ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের জন্য ওই তরুণের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।