ভোলার বিপ্লবের ফেসবুক আইডি হ্যাকার শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

  © ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় ঘটনায় আলোচিত বিপ্লব চন্দ্রের ফেসবুক আইডির হ্যাকারকে শনাক্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই হ্যাকার ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি ছড়িয়েছেন বলে ফেসবুক কর্তৃপক্ষ সরকারকে নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘হ্যাকারকে দ্রুতই গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারের পরই তাঁর পরিচয় প্রকাশ করা হবে। এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভোলার ঘটনাটি সাধারণ নয়। পরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক অস্থিরতা তৈরির অপপ্রয়াস চালিয়েছে বলে মনে হচ্ছে। নিহত দুজনের মাথা ভোঁতা অস্ত্র দিয়ে থেঁতলানো ছিল, যা আমাদেরকে সন্দিহান করেছে।’

ধর্ম অবমাননার অভিযোগে গত রোববার ভোলার বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্রের বিচার দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়।আহত হন পুলিশসহ দেড় শতাধিক মানুষ।

এর আগে গত শুক্রবার বিকেল থেকে বিপ্লব চন্দ্রের নামে একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করে কয়েকজনের মেসেঞ্জারে বার্তা পাঠানো হয়। কয়েকজন এর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দেন। একপর্যায়ে সেটি ভাইরাল হলে বিপ্লব চন্দ্রের শাস্তির দাবি ওঠে।

ভোলা সরকারি কলেজের ছাত্র বিপ্লব চন্দ্রের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। তিনি শুক্রবার সন্ধ্যায় তাঁর ফেসবুক আইডি হ্যাকড হয়েছে জানিয়ে থানায় জিডি করেন। পরদিন কয়েকটি স্থানে বিপ্লবের বিচারের দাবিতে বিক্ষোভ হয়। এরপর রোববার সংঘাতের ঘটনা ঘটে।

ওই ঘটনার পর ফেসবুকের কাছে জরুরিভাবে হ্যাকিং–সম্পর্কিত তথ্য চায় সরকার। পরে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান কার্যালয় বিপ্লবের ফেসবুক আইডির হ্যাকারের বিষয়ে তথ্য দিয়েছে। তবে সিঙ্গাপুরে শনি ও রোববার ছুটির দিন থাকায় এ তথ্য পেতে কিছুটা দেরি হয়েছে।


সর্বশেষ সংবাদ