ট্রাংকে লুকোনো ছিলো ১ কোটি ২৫ লাখ টাকা

  © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুই হাজার ইয়াবা বড়িসহ তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আটক ব্যক্তিরা টাকার বৈধ উৎস জানাতে পারেননি। কয়েল কারখানার ব্যবসার কথা বললেও কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এছাড়া মানি লন্ডারিং আইনেও মামলা হবে।

আটক তিন জন হলেন বাড়ির মালিক জামাল হোসেন, তাঁর সহযোগী মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে মধ্যরাতে অভিযান চালানো হয়। অভিযানকালে দুই হাজার ইয়াবা বড়ি ও ট্রাংকের মধ্যে রাখা এক কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়।

তিনি জানান, জামাল ও মোস্তফার বাড়ি বরিশালের উজিরপুরের ধাসুরা এলাকায়। আট বছর আগে তাঁরা রসুলপুর এলাকায় জমি কিনে বাড়ি করেন। তাঁরা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে ইয়াবার ব্যবসা করতেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।


সর্বশেষ সংবাদ