২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০

মাকে বাড়ি থেকে বের করে দেয়ায় ছেলের কারাদণ্ড

কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ

কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যান মা। কিন্তু ছেলে তাকে ঘরে ঢুকতে দেননি, বাড়ি থেকে বের করে দেন। প্রতিবেশীরা বিষয়টি সমাধানের চেষ্টা করেও হন ব্যর্থ। এমনকি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গিয়েও মাকে ওই বাড়িতে রাখার বিষয়ে ছেলেকে রাজি করাতে পারেননি।

গতকাল শনিবার রাতে উপজেলার চাঁদগ্রামে ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড়ে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বিষয়টি জানতে পারেন। পরে রাত সোয়া ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছেলে মো. মজনুকে (৬০) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও।

কারাদণ্ডপ্রাপ্ত মো. মজনু চাঁদগ্রামে ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড় এলাকার মৃত রহমানের পুত্র। তিনি পেশায় একজন কৃষক।

ইউএনও সোহেল মারুফ বলেন, বিকাল বেলা মা মেয়ের বাড়ি থেকে ছেলের বাসায় থাকতে চাইলে ছেলে বয়স্ক মাকে বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। এ ছাড়া স্থানীয় ইউপি সদস্যকে প্রেরণ করা হলেও ছেলে তার মাকে স্থান দিতে অস্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, কোনো সন্তান এমন অমানুষ হয়ে মাকে বাড়ি থেকে বের করে দিক এটা কোনোমতেই কাম্য নয়। বাবা-মাসহ পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা প্রতিটি পরিবারে সম্মানের সঙ্গে থাকুন, এ প্রত্যাশা করি।