ব্যাংকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নারী কর্মকর্তা

  © সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ চেয়ারে বসে থাকা অবস্থায়ই গহর জাহান (৪৩) নামে ওই কর্মকর্তা মারা যান। তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গহরের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথানে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া শেষ করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন। অবিবাহিত গহর বড় ভাই মারুফ নেওয়াজের উত্তরার বাসায় থাকতেন। সোমবারই গহর জাহানের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীর গ্রামের বাড়িতে। সেখানে তাকে দাফন করা হয়েছে বলে জানান বড় ভাই মারুফ নেওয়াজ।

প্রাইম ব্যাংকের জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়া গহর জাহানের অসুস্থ হয়ে পড়ার ঘটনার একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বেলা ১২টা ৩৩ মিনিটে গহর জাহানের ডেস্কে আসেন এক নারী গ্রাহক। ওই নারী গ্রাহকের কাছ থেকে একটি কাগজ নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন তিনি।

এ সময় একাধিকবার গালে, নাকে-মুখে ও চোখে হাত দিতে দেখা যায় গহরকে। পরে পাশে রাখা গ্লাস থেকে তিনবার পানি পান করেন তিনি। আরেকবার পানি পানের সময় তার মাথা সামনে কিছুটা ঝুঁকে আসে। একপর্যায়ে টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি।

তখন ওই নারী গ্রাহকসহ আশপাশের সহকর্মীরা এগিয়ে আসেন। গহরকে সোজা করে চেয়ারে বসানোর চেষ্টা করেন একজন। কিন্তু চেয়ার থেকে নিচে পড়ে যান তিনি। এ সময় অন্য সহকর্মীরা ছুটে এসে তাকে টেনে তোলার চেষ্টা করেন। সেখানে রেখেই কিছুক্ষণ সেবা-শুশ্রষা শেষে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারা।

মারুফ নেওয়াজ সাংবাদিকদের বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সহকর্মীরা গহরকে হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রাইম ব্যাংকের জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের ব্যবস্থাপক শারমিন আক্তার বলেন, ‘আমরা শোকাহত, আমরা স্তব্ধ। হাতের ওপর আমার বোন মারা গেলে কী বলব?’


সর্বশেষ সংবাদ