২৭ আগস্ট ২০১৯, ১১:০৩

বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, এবার বেরোবি প্রশাসনের মামলা

  © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করার অভিযোগে ছাত্রলীগের ১০ নেতার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল আযম ফাইন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সাবেক পরিকল্পনা সম্পাদক মঞ্জুরুল, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মিথিশ বর্মন, ম্যানেজম্যান্ট স্ট্যাডিজ বিভাগের সভাপতি ইমরান কবীর, ছাত্রলীগ নেতা মামুন সবুজ, ফজলে রাব্বী, জিসান, সুব্রত ঘোষ অর্নব ও গোলাম মুর্শিদ।

সোমবার (২৬ আগস্ট) রংপুর তাজহাট থানায় মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান।

এর আগে গত ২৩ আগস্ট একই ইস্যুতে একটি মামলা দায়ের করেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া। পরদিন শনিবার (২৪আগস্ট) দুপুরে মামলার মূল আসামী ফয়সাল আযম ফাইনকে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন মামলার আরেক নামীয় আসামী সুব্রতকে গ্রেপ্তার করে পুলিশ।

এবিষয়ে তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, মামলা দুটিতে অজ্ঞাতদের আসামী করায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত কয়েকদিন থেকে ফয়সাল আযম ফাইনের অনুসারীদের ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো শিক্ষার্থী যাতে অযথা হয়রানীর শিকার না হয় সেজন্য পুলিশকে বলা হয়েছে।