২৬ আগস্ট ২০১৯, ১৩:০৪

ধানমন্ডি থেকে জঙ্গি হামলার হুমকিদাতা গ্রেপ্তার

প্রতীকি ছবি

ইমেইলের মাধ্যমে জঙ্গি হামলার হুমকি দেয়ায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আল-আমিন ওরফে নাহিদ (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে দুই দিনের রিমান্ডে রয়েছেন নাহিদ।

ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সোস্যাল মিডিয়া মনিটরিং টিম জানিয়েছে, ২১ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে এক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট মেইল করেন আল-আমিন ওরফে নাহিদ। ইমেইলে তিনি লেখেন, ‘আগামী ২৫ আগস্ট ২০১৯ আপনার হাসপাতালে জঙ্গি হামলা হবে। আমি আপনার শুভাকাঙ্খী হিসেবে মেসেজ পাঠালাম। এতে আপনার কর্মচারি জড়িত আছে। আপনি এখনই পুলিশকে জানিয়ে রাখুন।’

একই দিনে রাত ১১ টা ৪০ মিনিটে একই ইমেইল থেকে শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে পাঠানো মেইলে তিনি বলেন ‘স্যার অনেক স্কুলে আগামী ২৬ আগস্ট ২০১৯ কিছু অসৎ লোক একসাথে বোমা হামলা করতে পারে। আপনি এই কোমলমতি শিশুদের বাঁচান। আমি তাদের একজন। আমার বিবেক মানে নাই বলে আমি আপনাকে ইমেইল করে জানালাম। এই ইমেইল নম্বারটি আমার এক বড় ভাইয়ের। সে হামলা সম্পর্কে কিছু জানেনা। স্যার হয়ত তারা জানলে আমাকে মেরে ফেলবে। শিশুদের বাঁচান।’

ইমেইলে এমন বার্তা আসার পর মিরপুর মডেল থানায় জিডি করা হয়। এরই সূত্র ধরে ২৪ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় ধানমন্ডি এলাকা থেকে ইমেইলে হুমকি দাতা আল-আমিনকে গ্রেপ্তার করে ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সোস্যাল মিডিয়া মনিটরিং টিম। এসময় একটি মোবাইল সেট, রাউটার, হুমকি সম্পর্কিত ইমেইল কনটেন্ট জব্দ করা হয়।

পরে আল-আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল রবিবার তাকে আদলতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে  আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সূত্র : ডিএমপি নিউজ।