হাসপাতালে কিশোরীর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় যুবক আটক
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় ডালিম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত আশা আক্তার পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকার শাহাব উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। আটক ডালিম (২৪) পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার আজিমুদ্দিনের ছেলে।
আশা আক্তারের মা আঙ্গুরা খাতুন জানান, সোমবার বিকেলে আশা ও তার তিন বান্ধবীসহ কোচিং সেন্টারে পড়তে যায়। পরে রাতে তিনি খবর পান তার মেয়ের মরদেহ হোসেনপুর হাসপাতালে পড়ে রয়েছে। তিনি হাসপাতালে গিয়ে তার মেয়ের মরদেহ শনাক্ত করেন।
পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিনের জানান, হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, পাগলা থানার দত্তের বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে। এজন্য ওই কিশোরীর মরদেহ এবং আটক যুবককে পাগলা থানার হেফাজতে নিয়েছি।