সাংবাদিক তন্ময় হত্যার হুমকি, ববি সাংবাদিকদের নিন্দা
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ০৮:৩৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০৯:০৭ PM
সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার তন্ময় তপুকে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে তিনি কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমাজ।
ডায়েরী সূত্রে জানা যায়, শুক্রবার দৈনিক যুগান্তরের শেষ পাতায় ‘বরিশালে ভয়ংকর আব্বা গ্রুপ’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জেরে শুক্রবার দিন সন্ধ্যায় তন্ময় তপু কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে একদল যুবক তাঁর পথরোধের চেষ্টা চালায়। এসময় বখাটেরা তাঁকে কুপিয়ে হত্যার হুমকি দেয় ও অকথ্য ভাষায় গালাগাল করে। পরিস্থিতি অনুধাবন করতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার বরিশাল প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিক মুন্সি বলেন, শহরজুড়ে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তারই ফলশ্রুতিতে কিছু পাতি মাস্তানের এই আস্ফালন। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সাংবাদিকবৃন্দর পক্ষ থেকে এই ঘৃণিত ঘটনার নিন্দা জানাচ্ছি। এসময় তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে বিশ্ববিদ্যালয়ের সকল সাংবাদিকদের নিয়ে মাঠে নামার হুঁশিয়ারী দেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আরেক সাংবাদিক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ববি প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সমাজের অন্যায়, অসঙ্গতি তুলে ধরাই সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। কিন্তু সেই নৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার হুমকি কোন ভাবেই মেনে নেয়া যায় না। রাষ্ট্রকেই সাংবাদিকদের নিরাপত্তার দায়ভার বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন।