০২ আগস্ট ২০১৯, ২০:৫৫

যৌন হয়রানি মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

  © সংগৃহীত

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলায়।

গ্রেফতার শিক্ষকের নাম আবদুল মজিদ। তিনি শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের আর এন ইউ উচ্চ বিধ্যালয়ের সহকারী শিক্ষক। ভুক্তভোগি শিক্ষার্থী ওই স্কুলের ছাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে হয়রানির শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে মজিদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৭ জুলাই ওই বিদ্যালয়ের আবদুল মজিদ শিশুটিকে শ্রেণিকক্ষে ওই শিক্ষার্থীর স্পর্শকাতর জায়গায় হাত দেন। এ ঘটনায় ৩০ জুলাই শিশুটির মা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি অভিযোগপত্র দেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আবদুল মজিদকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলা করার পর আমরা এ মামলায় শিক্ষক মজিদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।