০২ আগস্ট ২০১৯, ১৮:৩৭

ছেলেধরা গুজবে গণ পিটুনি: শিক্ষক গ্রেফতার

  © সংগৃহীত

এবার ছেলেধরা সন্দেহে এক কাঠুরিয়াকে গণ পিটুনি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্প্রতিবার ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চৌম বাজার সংলগ্ন বিদ্যালয় পল্লী উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুলের সামনে। ভুক্তভোগীর নাম আলাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিন গাছ কাটার কাজ শেষে বিকেলে দিকে পল্লী উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুলের সামনে আসলে এক ছাত্রী পিছন থেকে তার কাঁধে থাকা করাত ধরে টান দেয়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ওই শিশু শিক্ষার্থীকে ধমক দিলে শিশুটি স্কুলের ভেতর দৌড়ে প্রবেশ করে। তিনি স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার উদ্দেশ্যে স্কুলে প্রবেশ করলে শিশুটি তাকে দেখে ‘ছেলেধরা’ বলে চিৎকার করে। এসময় স্কুলটির কয়েকজন শিক্ষকসহ প্রায় ৬-৭ জন লোক তাকে আটক করে তারই কাঁধে থাকা গাছ কাটার কাজে ব্যবহৃত রশি দিয়ে বেঁধে পিটানো শুরু করে। তিনি এসময় নিজের পরিচয় দিয়ে বারবার মারতে নিষেধ করলেও কোনও কথা শোনেননি শিক্ষক।

কাঠুরিয়ার ছেলে আমিনুল অভিযোগ করে বলেন, বাবাকে ওই এলাকায় সবাই চেনেন। তিনি সবার পরিচিত একজন কাঠুরিয়া তিনি ছেলেধরা হবেন কেন? এটা গুজব ছাড়া কিছু নয়। এরপরও স্কুলের শিক্ষকরা কেনো এমন করে তার বাবাকে পিটিয়েছে সেটা তিনি বুঝতে পারছেন না।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পল্লী উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষক আব্দুল মমিনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।