প্রধানমন্ত্রীকে নিয়ে ইউটিউবে গুজব, কলেজছাত্র আটক

  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইউটিউবে মিথ্যা ভিডিও প্রচারের অভিযোগে মিল্টন হাওলাদার নামে এক কলেজছাত্রকে আটক করেছে র‌্যাব। মাদারীপুরের রাজৈরের লুন্দি গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, মিল্টন তার মোবাইল ফোনে আইএমজে মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলে ‘প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্যানসার রোগে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন’ এমন গুজব রটানো একটি ভিডিও আপলোড করে অপপ্রচার চালানোর চেষ্টা করে। তাকে জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকজনের সামনে তার অপরাধের কথা স্বীকার করেছে। উদ্ধার করা মোবাইলসহ তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে রাজৈর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ