নিজের বাল্য বিয়ে বন্ধ করে দিলেন ৯ম শ্রেণীর ছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০৯:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৯:৪৭ PM
নরসিংদীর পলাশে নিজের বাল্য বিয়ে বন্ধ করলেন ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রী। জানা যায়, তার বিয়ের জন্য আসলে সে তার স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রী উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। তার নাম কাকলী আক্তার (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের বাল্য বিয়ের জন্য আসলে কাকলী বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হোসেনকে জানান। ওই শিক্ষক বিষয়টি জানতে পেরে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনকে অবগত করেন। পরে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলেন শিক্ষার্থী কাকলী আক্তার।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আব্দুল বাছেদ জানান, উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের কাজল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে কাকলী আক্তারকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ওই শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করা হয়।
এসময় শিক্ষার্থীর পরিবার অঙ্গীকার করেন। তার পরিবার বলছে, মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাকে লেখাপড়া শেখাবেন।