রিফাত হত্যা মামলার আট আসামীকে কারাগারে প্রেরণ
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়া ৮ আসামীকে সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বরগুনা সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী আগামী ৩১ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে আসামীদের কাাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া রাতুল সিকদার নামে এক আসামী ১৮ বছরের কম হওয়ায় তাকে সেফহোমে পাঠানোর কারনে গতকাল তাকে আদালতে হাজির করা হয়নি। রাতুল সিকদার বরগুনা এফএম স্কুলের নবম শ্রেণির ছাত্র। এছাড়া মামলার গ্রেফতারকৃত চারজন আসামীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
এপর্যন্ত এই মামলায় এজাহারভুক্ত ৬ জন এবং সন্দেহজনক ৭ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রধান আসামী নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রিফাত হত্যার ঘটনায় রাফিউল ইসলাম রাব্বি, অলিউল্লাহ অলি, তানভীর হোসেন, চন্দন, হাসান, সাগর, নাজমুল হাসান, টিকটক হৃদয় এবং রাতুল সিকদার রিফাত শরীফ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।