বড়-ছোট দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুল ছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ০২:০৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০২:০৬ PM
রাজধানীর গেণ্ডারিয়ায় বড় ও ছোটদের মধ্যে দ্বন্দ্বের প্রাণ গেল এক স্কুল ছাত্রের। প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত নবম শ্রেণির ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ রোববার সকালে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই ছাত্র। সে গেণ্ডারিয়া হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওয়ারী বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ নূরুল আমিন বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গেণ্ডারিয়া হাই স্কুলের পাশের রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারিতে তিনজন আহত হয়।
তাদেরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওই ছাত্রের অবস্থার অবনতি হলে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল সোয়া ৬টার দিকে সে মারা যায়।
তিনি বলেন, এ ঘটনায় আহত দুই কিশোরও এক সময় একই স্কুলে পড়ত। এখন তারা পড়ালেখা করছে না। থমিকভাবে জানা গেছে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
এর আগে একই ধরনের দ্বন্দ্বে গত ৩০ জুন হাজারীবাগে এক কিশোর নিহত হয়।