চারদিন ধরে খোঁজ নেই ঢাকা কলেজের ছাত্র হেমায়েতের
ঢাকা কলেজের ছাত্র হেমায়েত উদ্দিন চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। ব্যক্তিগত কাজে গত ২৮ জুন (শুক্রবার) ঢাকায় এসে আর বাড়ি ফিরে যাননি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান ৩য় বর্ষের এই ছাত্র। এ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১০৯৫) করা হয়েছে।
নিখোঁজ হেমায়েত উদ্দিনের বড় ভাই বেলায়েত হুসাইন জানান, হেমায়েতের সাথে সর্বশেষ ২৮ জুন (শুক্রবার) রাত ১১টায় কথা হয়। তখন সে যাত্রাবাড়ী থেকে বাড়ির উদ্দেশে বাসে উঠবে বলে জানিয়েছিল। তার সাথে দুইজন মেহমান ছিল এবং তাদের জন্য খাবারও রান্না করতে বলেছিল।
তিনি আরও বলেন, খাবার রান্না করে ঘরে রাখলেও বাড়ি ফিরে যায়নি হেমায়েত। তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। হেমায়েতের সাথে মেহমান হিসেবে যারা বাড়িতে আসছিলেন তারা হলেন- সাইফুল ইসলাম ও সাইফ।
এরমধ্যে সাইফুল ইসলাম লক্ষ্মীপুরের আলেকজান্ডার মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্র। তবে সাইফের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তারা তিনজনই নিখোঁজ রয়েছেন। তারা একটি তুর্কি সিরিয়ালে বাংলা কণ্ঠ দেওয়ার কাজে ঢাকায় আসছিল বলে জানান বেলায়েত হুসাইন।