নয়নের ক্রসফায়ার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১২:৫০ PM , আপডেট: ০২ জুলাই ২০১৯, ০১:০০ PM
বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড। অন্য আসামিরা গ্রেফতার হলেও নয়নের হদিস না মেলায় উদ্বেগ ক্রমেই বাড়ছিল। এ নিয়ে নানা মহল থেকে বিভিন্ন ধরণের আলোচনা সমালোচনাও হচ্ছিল।
তবে আজ মঙ্গলবার সকালে সবার ঘুম ভাঙার আগেই হদিস মিলল নয়ন বন্ডের। তবে জীবিত নয়, মৃত। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ভোর সোয়া ৪টার দিকে নিহত হয়েছেন তিনি। জেলার পুরাকাটার পায়ারা নদীর পাড়ে বন্দুকযুদ্ধের ঘটনায় মৃত্যু হয়েছে তারা। এ নিয়ে সারাদেশে এখন আলোচনা-সমালোচনা চলছে।
অনেকে ক্রসফায়ারের পক্ষে অবস্থান নিলেও সমালোচনাও করছেন অনেকে। এ নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ক্রসফায়ারের সমালোচনা করেছেন তিনি।
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- ‘নয়নকে কি সত্যি হত্যা করা হয়েছে? যদি তাকে সত্যি হত্যা করা হয় এই ক্রসফায়ারের প্রতিবাদ জানাই আমি।
* কারণ এই একটা ‘ন্যায্য’ ক্রসফায়ারের মূলধন দিয়ে হত্যা করা হবে আরো অনেক মানুষকে।
* কারণ এই ক্রসফায়ার আড়াল করবে আরো অনেক আগের ক্রসফায়ার।
* কারণ নয়নকে ক্রসফায়ার করলে জানা যাবে না, তার গডফাদারদের কথা, আরো বহু নয়ন তৈরী হচ্ছে যাদের হাতে তাদের কথা।
মাথায় রক্ত আমারো চাপে মাঝে মাঝে। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ক্রসফায়ার আমাদের সমর্থন করা উচিত না কোনভাবেই।
তবে তার আগে আসুন জেনে নেয়ার চেষ্টা করি সত্যি কি নয়নকে হত্যা করা হয়েছে? নাকি তার নামে বা তার বদলে অন্য কাউকে? এদেশে এসময়ে সম্ভব এটা।’