১৫ জুন ২০১৯, ১৬:৪৯

বাড়ি দখলের ভয়, মা-ভাইকে বাসায় ঢুকতে দিলেন না তুরিন

বাড়ি দখলের ভয়ে মা-ভাইকে বাড়িতে ঢুকতে দেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। এই অভিযোগ এনে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। শুক্রবার উত্তরা পশ্চিম থানায় জিডি করেছেন তার ছোট ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহাও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কানাডা প্রবাসী শাহনেওয়াজ বাসায় ঢুকতে চাইলে বোন তুরিন আফরোজ তাকে ঢুকতে দেয়নি বলে জিডিতে তিনি উল্লেখ করেছেন। এর আগেও, ২০১৭ সালের ১৯শে নভেম্বর থানায় তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি (জিডি নম্বর- ১১৮৮) করছিলেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, শিশিরের নিজস্ব ভবনে বসবাস করেন তুরিন আফরোজ। তিনি কানাডা প্রবাসী। কয়েকবছর আগে তাদের মাকে তুরিন সে বাসা থেকে বের করে দেন। পরে মাকে নিয়ে কানাডা চলে যান শিশির। শুক্রবার তিনি কানাডা থেকে ফিরে নিজের বাসায় গেলে সেখানে বোন তুরিন আফরোজ তাকে ঢুকতে দেননি।

এছাড়া, গত ১ জানুয়ারি ঢাকার প্রথম যুগ্ম জজ আদালতে বাড়ি দখলের অভিযোগে তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ছোট ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির। মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২রা মার্চ পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মা শামসুন নাহার এবং অন্য ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেন তুরিন আফরোজ। নিজেকে বাড়ির মালিক দাবি করে তুরিন বাড়ি ও জমির দলিলপত্রও দখলে নিয়ে নেন বলে অভিযোগ আনা হয়েছে মামলায়।

মামলার অভিযোগে আরও বলা হয়, ভাই শিশির সম্পত্তিতে (জায়গা-জমি) আসতে চাইলে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হবে বলেও মাকে হুমকি দেন তুরিন আফরোজ।

ঘটনা সম্পর্কে তুরিন আফরোজ সাংবাদিকদের বলেছেন, আমার বাবা মারা যাওয়ার ৫৩ দিনের মাথায় ছোটভাই ও মা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এই ঘটনায় তারা মামলা করেছে। আমিও মামলা করেছি। আদালত বাড়িটিকে স্থিতিশীল অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে। যারা যেখানে আছে, তারা সেখানে থাকবে।

মা ও ভাইকে বাড়িতে ঢুকতে না দেয়ার বিষয় তুরিন আফরোজ বলেন, আমার সঙ্গে তাদের দেখা হয়নি। তারা বাড়িতে এসেছিল কিনা, তাও জানি না। আদালতে মামলা চলমান থাকায় বাড়ির মালিকানা বিষয়ে তুরিন আফরোজ কথা বলেননি। তিনি বলেন, বাড়ি কার তা আদালতে বিচার হবে। আদালতে তারা তো মামলা পরিচালনা করছেন।