অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের ঘটনায় পুলিশের এসআই প্রত্যাহার
সম্প্রতি শেরপুরে নকলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ নকলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১০ মে শেরপুরে নকলার কায়দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডলি খানম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এতে ওই গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে জানা যায়। নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করলেও আসামীদের গ্রেফতারে কার্যকর কোন ভূমিকা নেয়নি বলে অভিযোগ ওঠে।
পুলিশ সুপারের নির্দেশে ১২ জুন নকলা থানা পুলিশ ওই গৃহবধূকে বাদী করে ৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা রেকর্ড করে। মামলায় নাসিমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। অন্য আসামিরা পলাতক রয়েছেন।