৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৯
নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়া র্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, মোবাইল ও নগদ অর্থ জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডাউকি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৪৯) ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আবু তাহেরের ছেলে মো. লিটন (২২) ।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ময়মনসিংহ র্যাব-১৪, মাদকবিরোধী অভিযানে আটক করে এবং পরে থানায় হস্তান্তর করেন তাদের। ইতোমধ্যে মাদকবিরোধী আইনে মামলা রজু হয়েছে। তাদের দুপুরের দিকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’