বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বাগেরহাট সদর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রচারে বাধা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. সাইফুল ইসলাম (৫৮) জানান, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ও তার সঙ্গে থাকা ১০-১২ জন কর্মী বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ‘ঘোড়া’ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণের উদ্দেশ্যে হাইএক্স গাড়িযোগে যাত্রাপুর বাজার বড় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছান।
এ সময় যাত্রাপুর মধ্য ডাঙ্গা এলাকার আরিফ শেখ, শেখ সাধীন, সাইফুল হাওলাদার, শেখ হৃদয় ও মেহেদী শেখসহ অজ্ঞাতনামা ২০-২৫জন তাদের নির্বাচনী প্রচারে বাধা দেয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের সমর্থক দাবি করে লিফলেট বিতরণে বাধা দেয় এবং লিফলেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় অভিযুক্তরা প্রচারকারীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ৫ মিনিটের মধ্যে এলাকা ত্যাগ করার নির্দেশ দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে করে অভিযোগকারী ও তার সহযোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।