৩১ জানুয়ারি ২০২৬, ০৯:১৯

হেলমেট না পরায় ‘মারধরে নিহত’ ইসমাইলের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজায় রাজনৈতিক নেতারা

প্রতীকী ছবি  © টিডিসি ফটো

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়ায় সেনাবাহিনীর টহলে হেলমেট না পরায় ৩ মোটরসাইকেল চালককে আটক করে মারধরের ঘটনায় নিহত ইসমাইল হোসেন সানার (২২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুরে আশাশুনি থানা পুলিশেল উপস্থিতিতে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত ইসমাইল হোসেন উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছোট ছেলে।

জুমার নামাজের পর জানাযায় সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, স্বতন্ত্রপ্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম, আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দসহ  শত শত মানুষ অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার মায়ের ওষুধ কেনার জন্য রাত ৮টার দিকে হেলমেট ছাড়া দুই বন্ধুক নিয়ে মোটরসাইকেলে কাকবাশিয়া বাজারে যাওয়ার সময় সেনাবাহিনীর টহলে মারধরের শিকার হন তিনি। পরে তাকে স্থানীয় ডা. পলাশ এর কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল মুঠোফোনে সাংবাদিকদের জানান, এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী চরম উদ্বিগ্ন। ঘটনার সাথে যেই জড়িত থাক না কেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে ময়নাতদন্ত বোর্ডে থাকা সাতক্ষীরা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. নাসির উদ্দীন মুঠোফোনে জানান, নিহতের মরদেহ পুঙ্খানুপুঙ্খরূপে দেখা হয়েছে। গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগে পাঠানো প্রক্রিয়াধীন। রিপোর্ট আসলে কথা বলা যাবে। এখন বিষয়টি নিয়ে এর বেশি মন্তব্য করা যাবে না।

এদিকে ঘটনার পরপরই আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিয়ে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। এ ব্যাপারে পরে প্রেস রিলিজ প্রদান করা হবে বলে জানানো হলেও কোন প্রেস রিলিজ দেয়া হয়নি।