দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ হাসান শান্ত (২৩) নামে এক অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার আহাম্মদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার গরুহাটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শেরপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. জুবায়ের (২২)। তিনি মো. আইয়ুব আলীর ছেলে এবং হলদীবাটা গ্রামের বাসিন্দা। আহত জুবায়ের বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে আহাম্মদনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শান্তর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত দুজনই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।