কারাগার থেকে পালানো ‘হ ত্যা মামলার তিন আসামি’ ফের গ্রেপ্তার
কারা কর্তৃপক্ষের অসাধু চক্রের সহায়তায় ময়মনসিংহ কারগার থেকে পালিয়ে যাওয়া ‘হত্যা মামলার তিন আসামি’কে ফের গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতের দিকে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে র্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারাকান্দা উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)-কে চলতি বছরের ২৩ জানুয়ারি র্যাব গ্রেপ্তার করে।
পরে আইনানুগ প্রক্রিয়ায় তাদের পুলিশের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত তিনজনই তারাকান্দা উপজেলার মধ্যতারাটি গ্রামের হযরত আলীর সন্তান। তাদের বাড়ি তারাকান্দা থানার মধ্যতারাটি পশ্চিমপাড়ায়।
তিনি আরও জানান, গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের কিছু অসাধু সদস্যের সহায়তায় হত্যা মামলার এই তিন আসামি কারাগার থেকে পালিয়ে যায়।
বিষয়টি র্যাবের নজরে আসার পরপরই পলাতকদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল থেকে তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।