২৯ জানুয়ারি ২০২৬, ২১:২০
সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের রামগতি–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগতি–লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের লরেন্স চুঙ্গার গোড়া এলাকায় কাঁথা মোড়ানো একটি প্যাকেট পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তারা নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, 'সড়কের পাশ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'