২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৬

জুলাই আন্দোলনে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার কাউসার আহমেদ  © সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত আলোচিত ছাত্র হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালানো বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা কাউসার আহমেদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাউসার আহমেদের (৩৭) বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার মুড়িয়াউক গ্রামে। তিনি মৃত আব্দুল হকের ছেলে।

কাউসার দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন ঘোষপাড়া এলাকায় হাজী মো. আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি বাসার ভেতরে ও বাইরে স্থাপন করা একাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের গতিবিধি নজরদারি করতেন।

বিশ্বস্ত সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযান চলাকালে আসামি পূর্বপরিকল্পিতভাবে বাসার পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তবে যৌথ বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। অভিযানকালে আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি সিসিটিভি ক্যামেরা এবং একটি সিসিটিভি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।