তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের সামনে থেকে এক এলিট ফোর্স (বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত) সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (৪ জানুয়ারি) বিকালে তাদের আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়া ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য। তিনি তারেক রহমানের বাসভবনের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ছবি তুলছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে, আটক অন্য ব্যক্তির কাছ থেকে তল্লাশিকালে গাজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
সংশোধনী: আটকের একজন এলিট ফোর্সের কর্মী। তিনি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিউজে ভুলবশত র্যাবের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।