০৪ জানুয়ারি ২০২৬, ১৬:০৭

উড়োচিঠিতে বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি, বাসায় পাঠানো হলো কাফনের কাপড়

শাহজাহান চৌধুরী ও উড়োচিঠি  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহান চৌধুরী উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

শাহজাহান চৌধুরী জানান, চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরোও পাঠানো হয়েছে, যা কাফনের কাপড় হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩-১২-২৫। প্রেরক হিসেবে কথিত ‘ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম লেখা রয়েছে।

চিঠিতে লেখা হয়, ‘জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।’ চিঠিতে আরও উল্লেখ করা হয়, অন্যথায় তার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। এতে বলা হয়, তিনি ২৪ ঘণ্টা কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন এবং ‘উপহার’ হিসেবে একটি কাফনের কাপড় পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়টি জানাজানি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। শাহজাহান চৌধুরী বলেন, দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’

উড়োচিঠির ঘটনায় আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে রবিবার দুপুরে উখিয়া-টেকনাফ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব.)। সভাকালে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি তুলে ধরেন। এ সময় নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। প্রার্থীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।