০৪ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪

রূপনগরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেপ্তার ৭

বিশেষ অভিযানে গ্রেপ্তার ছয়জন  © সংগৃহীত

রাজধানীর রূপনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রূপনগর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. অনিক (২৭), মো. বাপ্পি (২৮), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. নয়ন (২৮), মো. সাইদুর রহমান (৩২), মো. সোহাগ হোসেন (২৫) ও অন্তর (২৭)।

রূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৪ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেপ্তার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে শাস্তি প্রদান করা হয়।

রূপনগর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।