দুস্থদের চাল চুরির অভিযোগে স্কুল কমিটির সভাপতি কারাগারে
দুস্থদের জন্য বরাদ্ধকৃত (ভিজিএফ) চাল চুরির অভিযোগে রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর জৈনকাঠিতে। আটককৃত ব্যকিাতর নাম জসিম উদ্দিন হাওলাদার(৪৩)। সে জৈনকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ঈদুল ফিতরে দুস্থদের বরাদ্ধকৃত চাল বিতরনের জন্য জৈনকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে মজুদ করা হয়। সোমবার রাতে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন বিদ্যালয়ের নৈশপ্রহরী ইউছুফ হাওলাদারের কাছ থেকে ওই কক্ষের চাবি নিয়ে ১৪ বস্তা চাল অন্য কক্ষে সরিয়ে নিয়ে তালাবদ্ধ করে চাবিটি পুনরায় তাকে দিয়ে যায়।
ওসি আরো বলেন, মঙ্গলবার চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা চাল বিতরণ করতে গেলে চাল পরিমাণে কম মনে হওয়ায় নৈশপ্রহরী ইউছুফের কাছে জানতে চায়। তোপের মুখে ইউছুফ সভাপতির চাল সরিয়ে রাখার কথা বলে দেন।
এ ঘটনায় জৈনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত জসিম ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল মান্নান হাওলাদারের পুত্র। আটককৃত জসিমকে পুলিশ কারাগারে পাঠিয়েছে।