নুরের উপর হামলা: দোষীদের শাস্তি চেয়ে প্রথম বিবৃতি বিসিএলএ’র
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
সোমবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. শাহজাহান আলী সাজু ও সাধারণ সম্পাদক গৌতম শীল এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভিপি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। নেতৃদ্বয় হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ইফতার পার্টিতে যোগ দেন ডাকসু ভিপি নুরুল হক নূর। সেখানে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল যুবক অতর্কিত হামলা চালায় ডাকসু ভিপি নুরুল হক নূরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দের উপর। নূরসহ অনেকে আহত হন এবং ইফতার পার্টি পন্ড হয়ে যায়। পরে ভিপি নূর প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা ফিরেন।