২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৮

হামলার পর জেমসের কনসার্ট বন্ধ ঘোষণা

জেমসের কনসার্টে বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়ায় হামলা, ইনসেটে জেমস  © সংগৃহীত ও সম্পাদিত

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে আয়োজিত সংগীত শিল্পী জেমসের অনুষ্ঠানটি স্থানীয়দের হামলায় পণ্ড হয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।

জানা গেছে, জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে তারা। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়।

এ বিষয়ে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম গণমাধ্যমকে জানান, ফরিদপুরের জেলা প্রশাসকের নির্দেশে কনসার্টটি বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খান গণমাধ্যমকে বলেন, জেমসের কনসার্ট সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু কেন এই হামলা হলো, কী কারণে হলো বা কারা এর পেছনে ছিল—তা এখনো আমরা বুঝতে পারছি না।

তিনি আরও জানান, ঘটনার সময় ইটের আঘাতে ফরিদপুর জেলা স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।