ছাত্রসমাজের সবচেয়ে বড় প্রতিনিধির উপর হামলা, কেনো সংগঠনের বিবৃতি নেই!
বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক। এ ঘটনায় ভিপি নুরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ডাকসু ভিপিকে পরপর দু’দিন মারধরের পরও বিষয়টি নিয়ে কোনো ছাত্র সংগঠনের বিবৃতি না দেওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টক শো’ ব্যক্তিত্ব ড. আসিফ নজরুল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘ছাত্রসমাজের সবচেয়ে বড় প্রতিনিধি, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর একের পর এক হামলা চালাচ্ছে ছাত্রলীগ। বাম ছাত্রসংগঠন, ছাত্রদল, মানবাধিকার সংগঠন কেউ এর প্রতিবাদ করছে না, কেউ তার পাশে এসে দাড়াচ্ছে না। রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানও এই অরাজকতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কারো যেন কোন বিকার নাই এতে! এমন একটা বাংলাদেশ কখনো কল্পনা করেছিলাম আমরা?’
প্রসঙ্গত, রোববার ইফতারের দাওয়াতে গেলে বগুড়া উডবার্ন লাইব্রেরি চত্বরে নুরের উপর হামলায় চালায় ছাত্রলীগ। হামলার ঘটনায় নুর ছাড়াও ফারুক হাসান, রাতুলসহ বেশ কয়েকজন ওই হামলার শিকার হন হামলায় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে হামলার শিকার হয়ে বগুড়া থেকে ফেরার পথে আহত ভিপি নুরুল হক নুরের অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে আরোহীরা তেমন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হলেও দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন অ্যাম্বুলেন্সে থাকা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। ট্রাকটির নম্বর হলো ঢাকা মেট্রো-উ ১৪-৩০৯৪।
আরো পড়ুন:যানজটকে হাসিমুখে মেনে নিন: ঢাবি উপাচার্য
আরো পড়ুন: টিউশনির সম্মানী পাওয়া নিয়েও দুশ্চিন্তায় হাজারো শিক্ষার্থী