২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫

যেসব অভিযোগে গ্রেপ্তার হলেন সেই ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা

‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী  © সংগৃহীত

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও সংগঠিত প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের কার্যক্রম প্রকাশ্যে আসে। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমাই এ চক্রের মূল নেতৃত্ব দিতেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানায়, কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই মামলায় অপহরণ করে অর্থ আদায়, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ

তদন্তে বেরিয়ে এসেছে, চক্রটি এর আগেও বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে ও মামলা জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলার সঙ্গে জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে পরে ‘মীমাংসার’ কথা বলে টাকা দাবি করা হতো।

উল্লেখ্য, সুরভী নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। প্রতারণার মূলহোতা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লাইভ, বিতর্কিত বক্তব্য এবং পরিকল্পিত প্রচারণার মাধ্যমে তিনি পরিচিতি পান। অভিযোগ রয়েছে, এই জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতেন এবং পরে হুমকি দিয়ে অর্থ আদায় করতেন। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় শিগগিরই আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।