২১ ডিসেম্বর ২০২৫, ২১:০৪

ভালুকায় দিপু হত্যার প্রতিবাদে কারখানার সামনে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

কারখানার ফটকে বিক্ষোভ করেন শ্রমিক সংগঠনের নেতারা  © টিডিসি

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়ারস (বিডি) লিমিটেড কারখানায় গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে কারখানার ফটকে বিক্ষোভ করেছে গার্মেন্ট শ্রমিক সংগঠনসমূহ। 

রবিবার (২১ ডিসেম্বর)  দুপুরে কারখানার সামনে সমাবেশ থেকে দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত এবং দিপু দাসের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

শ্রমিক নেতা মোশরেফা মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জলি তালুকদার, শবনম হাফিজ, সত্যজিৎ বিশ্বাস, তসলিমা আক্তার বিউটি প্রমুখ।

সমাবেশে সংহতি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা.হারন-অর-রশিদ প্রমুখ।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ভালুকার হত্যাকাণ্ডটি শুধুই নিছক কোনো নৃশংস ঘটনা নয়। সমাজ থেকে মনুষ্যত্ববোধ ও যুক্তিবোধ উধাও হয়ে যাওয়ার নজির। হত্যাকাণ্ডে অংশ নেওয়া বা দাঁড়িয়ে প্রত্যক্ষ করা শতশত মানুষ যে পৈশাচিক অপরাধে শামিল হয়েছে, সেটা এক ভয়াবহ সামাজিক মনোবৈকল্যকে নির্দেশ করে। এ হত্যাকাণ্ডের দায় মালিকপক্ষ ও সরকারকে নিতে হবে।