এযাবৎ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ তে ৫৯৪৯ জন গ্রেপ্তার
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনী ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও মামলা ও ওয়ারেন্ট সূত্রে গ্রেপ্তার করেছে ৮৭৫ জনকে। ফলে ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়ে দাড়িয়েছে ১ হাজার ৬৫৮ জন। এসময় বেশ কিছু অস্ত্র, গুলি ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় যৌথ বাহিনী ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও মামলা ও ওয়ারেন্ট সূত্রে গ্রেপ্তার করা হয়েছে ৮৭৫ জনকে। গত ২৪ ঘণ্টায় মোড় গ্রেপ্তার ১৬৫৮ জন। ফলে গত শনিবার রাত থেকে শুরু হয়ে এই শনিবার (২০ ডিসেম্বর) পর্যন্ত মধ্যরাত পর্যন্ত চলা সাত দিনের এই অভিযানে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট আগ্নেয়াস্ত্র ১৯ টি (রাইফেল-১, রিভলভার-৩, পিস্তল-২, এলজি-৫, বন্দুক-২,শুটারগান-৫,এম এ-১) উদ্ধার করা হয়েছে। এছাড়াও গুলি-৩০৬,কার্তুজ -১০২, দেশীয় অস্ত্র-২৪, ম্যাগাজিন--২, আতশবাজি-১৬.৩ কেজি, যন্ত্রাংশ ৫, গ্রেনেড-৩, মর্টারের গোলা-১, গান পাউডার-১৭ কেজি, বোমা তৈরির উপকরণ -১০, খোসা-৫৪ রাউন্ড উদ্ধার করা হয়েছে।
এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭৯২৩ টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।