২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন   © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ওই যুবককে পিটিয়ে হত্যা করে একদল ব্যক্তি। নিহত দীপু স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।