১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫২

রাস্তার পাশে পড়ে ছিল হাত বাঁধা নারীর নিথর দেহ

রাস্তার ঢালে পড়ে ছিল হাত বাঁধা নারীর নিথর দেহ  © সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার সাবরেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে আনুমানিক ২৫ বছরের এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সাব রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। মরদেহটির দুই হাত বাঁধা ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গেলে হাত বাঁধা নগ্ন অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়।

তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। 
 
স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, মরদেহটি তার হতে পারে।

সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ্ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানানো যাবে।