১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬

মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাইজিদ মিয়া  © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বাইজিদ মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাব-৯ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাইজিদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে বাইজিদ মিয়া তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারকে জানালে আসামি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন ৭ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী ঘরের বাইরে গেলে অন্য দুই সহযোগীর সহায়তায় বাইজিদ ঘরের একটি কক্ষে ঢুকে পড়ে। পরে ভুক্তভোগী সেখানে প্রবেশ করলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে আসামিরা পালিয়ে যায়।

ধর্ষণের সময় ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকারে তার বাবা-মা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ দিয়ে আলো জ্বালান। বাবা-মায়ের চিৎকারে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ভিকটিমের মা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‌্যাব-১, ঢাকা-এর একটি যৌথ আভিযানিক দল ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন নীলা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নম্বর-১৪ এর এজাহারনামীয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১)/৩০ ধারার ০১ নম্বর পলাতক প্রধান আসামি বাইজিদ মিয়াকে (২২) গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।