২৪ মে ২০১৯, ১৭:১৮

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

  © সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রকে (৭) বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই মাদ্রাসাশিক্ষককে বাঁশখালী পৌরসভার আশকরিয়া পাড়া থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত একটার দিকে ওই মাদ্রাসাছাত্রকে বলাৎকার করেন মাদ্রাসাশিক্ষক। ঘটনার এক দিন পর শিশুটি তার মাকে বলাৎকারের বিষয়টি জানায়। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শিশুটি জানিয়েছে, গত বুধবার দিবাগত রাত একটার দিকে তাকে মাদ্রাসায় একা পেয়ে জোরপূর্বক বলাৎকার করেছেন মাদ্রাসাশিক্ষক ওমর ফারুক। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে গতকাল রাত আটটার দিকে ওমর ফারুককে আটক করে পিটুনি দেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মাদ্রাসাশিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।