১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪

থানা লুটের বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

সন্দেহভাজন চারজন গ্রেপ্তার  © সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকা থেকে থানা লুটের একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মূল আসামি বোম রহমান পলাতক রয়েছেন।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৫ আগস্টের পর বংশাল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল বংশাল এলাকার সিককাটুলীতে গোপনে লুকিয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর অস্ত্রটির অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্য অনুযায়ী সিককাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়।

অভিযানে জনৈক রহমানের বাসা থেকে একটি বিদেশি পিস্তল (CZ-75, P-07, মেইড ইন চেক রিপাবলিক) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধারকৃত পিস্তলটি বংশাল থানা থেকে লুট হওয়া অস্ত্র। জানা গেছে, রহমান ওই এলাকার বোম রহমান গ্রুপের সক্রিয় সদস্য। বোম রহমান ওরফে আব্দুর রহমান বিএনপি বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং ঢাকা-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হামিদের সহযোগী হিসেবে পরিচিত।

এছাড়া একই অভিযানে এলাকার আরেক বাসিন্দা সামিরের বাসা থেকে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং পাঁচটি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত বোম রহমান এখনও পলাতক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।