কলেজ ছাত্রীর চুল কেটে দিল বখাটেরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০১৯, ০৮:২৮ PM , আপডেট: ২৩ মে ২০১৯, ০৮:৫০ PM
ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রীতি সরকারের মাথার চুল কেটে দিয়েছে বখাটেরা। এই ব্যাপারে কলেজ ছাত্রী বাদী হয়ে বুধবার চরফ্যাশন থানায় মামলা দায়ের করছে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ১৬ মে রাত সাড়ে ৩টায় চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডে প্রীতির সোবার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাহির থেকে জানালা দিয়ে চুল কেটে নেয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগি কলেজ ছাত্রী প্রীতি সরকার চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের তাপস সরকারের মেয়ে।
প্রীতি সরকার দাবী করেছেন, হিরণ চন্দ্র শীলের ছেলে সাগর শীল(১৯), প্রীতি সরকারের প্রতিবেশী। সাগর শীল, মিঠুন শীল এবং রতন পাল পরস্পর বন্ধু। বন্ধুত্বের সুবাদে মিঠুন ও রতন প্রায়ই সাগরদের বাসায় আসা যাওয়া করতো। কলেজ পড়ুয়া বখাটে এই তিনবন্ধু কলেজে আসা যাওয়ার পথে প্রীতিকে উত্ত্যক্ত করতো এবং প্রীতির মায়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বিরক্ত করতো। বিব্রত প্রীতির পরিবার যুবকদের ফোন নম্বরটি ব্লাকলিস্ট করে দেয়। এবং তাদের পরিবারকে বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গভীর রাতে জানালা খুলে ঘুমন্ত প্রীতির মাথার চুলের দুই তৃতীয়াংশ কেটে দেয়।
স্থানীয় ভাবে সমঝোতার দীর্ঘ চেষ্টায় ব্যর্থ হওয়ার পর বুধবার বিকেলে প্রীতি সরকার নিজে বাদী হয়ে চরফ্যাশন থানায় তিন জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য জানা যায়নি।
চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফীন বলেন, প্রীতি সরকারের লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযুক্ত সাগর, মিঠুন এবং রতনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।