১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৯

জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় ২ অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ফাহিম ও মাসুম  © টিডিসি ফটো

জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কতিপয় দুর্বৃত্ত জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: হাদির আসামিদের ভারত পালানোর তথ্য, যা বলছে পুলিশ

ঘটনার পর হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই অভিযুক্ত মো. মাসুম ও মো. ফাহিম খানকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

পুলিশ জানায়, মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় জুলাই রেবেলস সংগঠনের সদস্যদের ওপর এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।