১৩ ডিসেম্বর ২০২৫, ২২:৩৭

ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা—সেনাবাহিনীর ১৪ সদস্য হতাহত, যুদ্ধ চলমান

ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায়—সেনাবাহিনীর ১৪ সদস্য হতাহত, যুদ্ধ চলমান  © টিডিসি সম্পাদিত

আফ্রিকার দেশ সুদানের আবেইতে সন্ত্রাসী কর্তৃক জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আক্রমণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হয়েছেন। হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে  যুদ্ধ এখনো চলমান রয়েছে বলে জানা যায়।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে এক বিবৃতিতে আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এ তথ্য জানায়।

বিবৃতিতে আইএসপিআর আরও জানায়, এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর আরও ৮ জন আহত হয়েছেন। বিবৃতিতে এই যুদ্ধ চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।